Posts

https://finance.yahoo.com/news/uk-stocks-factors-watch-oct-065230577.html UK Stocks-Factors to watch on Oct 10

Rubelmusicwould

https://youtu.be/-Op5wEd6wIs
https://plus.google.com/+MDRUBELFENIBANGLADESH/posts/YYnGUg6Aw4Q?_utm_source=1-2-2
https://plus.google.com/+MDRUBELFENIBANGLADESH/posts/JCFQQ5PY6fS?_utm_source=1-2-2

Get My Accounts Amazon Appstore

Get My Accounts from the Amazon Appstore. Check it out - https://www.amazon.com/dp/B00W3WY12G/ref=apps_sf_sta

Rubelmusicwould

https://wp.me/p4cq6f-1zS

স্ত্রীর মর্যাদা চাইতে গিয়ে লাঞ্ছিত ছাত্রলীগ নেত্রী, আত্মহত্যার চেষ্টা(ভিডিও)

Image
ডেক্স নিউজ : ৩ বছর ধরে ধর্ষিত হবার পর স্ত্রীর মর্যাদা চাইতে গিয়ে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ আলম ও তার স্ত্রীর হাতে নির্যাতিত হয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন জেলা ছাত্রলগের সহসভাপতি ফারজানা নাদিরা (২৫)। বর্তমানে নাদিরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদে নাদিরার এপর নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা আঃলীগের সাঃ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, ‘এটি একটি ব্যক্তিগত ব্যাপার’। সূূূূত্র জানায়, ছাত্রলীগ নেত্রী নাদিরা ঝালকাঠি জেলা পরিষদের ডিজিটাল সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। এ সুবাধে জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলম (৭২) এর সাথে নাদিরার গোপন সম্পর্ক গড়ে ওঠে। নাদিরার অভিযোগ, জেলা চেয়ারম্যান শাহ-আলম গত তিন বছর ধরে তাকে স্ত্রীর মত ব্যবহার করে আসছে। তিনি বারবার দাবি জানালেও তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছিলো না। সর্বশেষ গত কয়েকদিন ধরে নাদিরা তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। – বাংলাদেশ প্রতিদিন।