Posts

Showing posts from July, 2018

স্ত্রীর মর্যাদা চাইতে গিয়ে লাঞ্ছিত ছাত্রলীগ নেত্রী, আত্মহত্যার চেষ্টা(ভিডিও)

Image
ডেক্স নিউজ : ৩ বছর ধরে ধর্ষিত হবার পর স্ত্রীর মর্যাদা চাইতে গিয়ে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ আলম ও তার স্ত্রীর হাতে নির্যাতিত হয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন জেলা ছাত্রলগের সহসভাপতি ফারজানা নাদিরা (২৫)। বর্তমানে নাদিরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদে নাদিরার এপর নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা আঃলীগের সাঃ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, ‘এটি একটি ব্যক্তিগত ব্যাপার’। সূূূূত্র জানায়, ছাত্রলীগ নেত্রী নাদিরা ঝালকাঠি জেলা পরিষদের ডিজিটাল সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। এ সুবাধে জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলম (৭২) এর সাথে নাদিরার গোপন সম্পর্ক গড়ে ওঠে। নাদিরার অভিযোগ, জেলা চেয়ারম্যান শাহ-আলম গত তিন বছর ধরে তাকে স্ত্রীর মত ব্যবহার করে আসছে। তিনি বারবার দাবি জানালেও তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছিলো না। সর্বশেষ গত কয়েকদিন ধরে নাদিরা তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। – বাংলাদেশ প্রতিদিন।

প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত স্থাপন: এতিম-অনাথ শিশুরা পেল স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী

Image
স্টাফ রিপোর্টার: প্রতিশ্রুতি রক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। বুধবার বিকেলে প্রতিশ্রুতি অনুযায়ী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল শিশু পরিবারের এতিম ও অনাথ শিশুর মাঝে স্কুল ব্যাগ, ক্রিকেট খেলার সামগ্রী ও ভলিবল বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার। বিকেল ৪ টার দিকে শ্রীনগর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে শিশু পরিবারের ৩৭ জন এতিম-অনাথ শিশুর মাঝে ওই শিক্ষা উপকরন ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন। এরআগে গেল ৩ জুলাই ভাগ্যকুল শিশু পরিবারের প্রাঙ্গনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। এ সময় তিনি শিশু পরিবারের এতিম-অনাথ শিশুদের শিক্ষা উপকরন ও খেলার সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দেন। বুধবার বিকেলে এতিম-অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরন ও খেলার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে প্রতিশ্রুতি রক্ষার অনন্য দৃষ্টান্ত স্থাপন গড়লেন তিনি। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন- আমি প্রথম বারের মত এনটিভির বর্ষপুর্তি অনুষ্ঠানে ভাগ্যকুল সরকারি শিশু পরিবার

শূন্য থেকে সবই শুরু***

Image
শূন্য থেকে সবই শুরু শূন্যতে শেষ এমন অংক শিখরে মন ধরলি এ কোন বেশ। এক শূন্য পার হয়ে যায় আরেক শূন্য আপন এমন তত্ত্ব মেনে চলেই মানুষের জীবন। কেউবা বলে শূন্য ভালো কেউবা বলে পূর্ণ দু্ষ্টু গরুর চেয়ে ভালো শূন্য গোয়াল। আকাশ শূন্য বাতাস শূন্য শূন্য চারিধার ভালোবাসা শূন্য হলে কি থাকবে আর

www.youtube.com

MD RUBEL FENI BANGLADESH
Image
স্ত্রী'র মা ও ক্যাডার ভাই কর্তৃক স্বামী রুবেল বারবার নির্যাতিত>>>>> শহর প্রতিনিধিঃ ফেনী শহরের শান্তি কোঃ রোডের অস্থায়ী ভাড়াটিয়া বাসিন্দা মোঃ রুবেল'র স্ত্রীর মা ও ভাই কর্তৃক বারবার নির্যাতনের স্বীকার হচ্ছেন। ২০১২ সালের ২৪ শে জানুয়ারী সায়মা আক্তার শিরিন পিতা দেলোয়ার হোসেন এর সংগ্যে মোঃ রুবেল পিতা আলমগীর হোসেন এর সাথে ২ লক্ষ টাকা দেন মহরে বিয়ে হয়। বিয়ের ১ বছর পর তাদের কন্যা সন্তান জাফরিন মেহেনুর রায়হা জন্মলাভ করে। রুবেল জানান তার কন্যা সন্তান জন্মের পর দাম্পত্য জীবনে সুখে সাচ্চন্দ্যে অতিবাহিত হওয়া অবস্থায় বিগত ১ বৎসর যাবৎ জুয়েল ও তার পিতা দেলোয়ার হোসেন আমার অবর্তমানে আমার স্ত্রীর নিকট গোপনে আসিয়া ও মোবাইল ফোনে কথা বলিয়া কাবিনের বিষয় নিয়া আমার স্ত্রীকে বিভিন্ন ভুল বুঝাইত। যার ফলে আমার স্ত্রী সর্বদা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাইত। আমি কর্ম শেষে ঘরে আসা মাত্রই আমার স্ত্রী আমার সহিত বিভিন্ন অজুহাত দেখাইয়া নানারকম দুর্ব্যহার শুরু করিত। আমি এর কারন জানিতে চাওয়া মাত্রই আমার স্ত্রী রাগান্বিত হইয়া তৎ পিত্রালয়ে চলিয়া যাইত। উক্ত বিষয় নিয়া কথা কাটাকাটির একপর্যায়ে আম